কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫ বিচ্ছিন্নতাবাদী নিহত
নিউজ ডেস্ক
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে জইশ-ই-মোহাম্মদ (জেএম) গ্রুপের শীর্ষ কমান্ডারসহ পাঁচ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। রোববার (৩০ জানুয়ারি) ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে তারা নিহত হন। পুলিশ জানায়, অঞ্চলটিতে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান বাড়ানো হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কাশ্মীরের পুলিশ প্রধান বিজয় কুমার বলেন, শ্রীনগরের দক্ষিণে ভারতীয় সেনাদের দুটি পৃথক অভিযানে বিচ্ছিন্নতাবাদীরা নিহত হয়েছেন।
তিনি বলেন, গত রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জইশ-ই-মোহাম্মদের শীর্ষ কমান্ডার জাহিদ ওয়ানি ও পাকিস্তানি নাগরিক কাফিলসহ পাঁচ বিচ্ছিন্নতাবাদী নিহত হন।
এর আগে শনিবার সন্ধ্যায় শ্রীনগরের দক্ষিণে নিজ বাসভবনের বাইরে বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে একজন পুলিশ কর্মকর্তা নিহত হন বলেও জানান তিনি।
পুলিশ জানায়, চলতি বছরের জানুয়ারিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আট পাকিস্তানি নাগরিকসহ ২১ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন।
জানা গেছে, গত বছর বিতর্কিত অঞ্চলটিতে বিভিন্ন হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল অভিবাসী শ্রমিকরা অর্থাৎ ভারতের অন্য রাজ্যের নাগরিকরা।
বিশ্বের সবচেয়ে বেশি সামরিক এলাকা হিসেবে পরিচিতি এ অঞ্চলটিতে গত বছর ১৮৯ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন বলে জানায় পুলিশ।