পশ্চিমবঙ্গে ১০৮ পৌরসভায় ভোট কাল - Southeast Asia Journal

পশ্চিমবঙ্গে ১০৮ পৌরসভায় ভোট কাল

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গের ২০টি জেলার ১০৮টি পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে কাল রোববার ( ২৭ ফেব্রুয়ারি)। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষ্যে সবধরনের প্রস্তুতি নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

জানা গেছে, রাজ্যের ১০৮টি পৌরসভার নির্বাচনের জন্য ১০ জন আইএএস কর্মকর্তাকে ‘বিশেষ পর্যবেক্ষক’ হিসেবে নিযুক্ত করেছে নির্বাচন কমিশন।

রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ১০৮ পৌরসভার নিরাপত্তায় ৪৪ হাজার পুলিশ ও কর্মী, সংশ্লিষ্ট কর্মকর্তা মোতায়েন করা হবে। নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে স্বরাষ্ট্র সচিব ভগবতীপ্রসাদ গোপালিকার বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়।

কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত জানার পরেই রাজ্যের প্রত্যেক জেলা প্রশাসককে চিঠি দিয়ে ২৭ ফেব্রুয়ারির পৌর ভোটে বিশৃঙ্খলা এড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। পরে ভোটের পরিবেশ ও নিরাপত্তা নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের সঙ্গে বৈঠকে বসেন নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তারা। এতে আরও বাড়তি চার হাজার পুলিশ কর্মী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ইএফআর, এসটিএফ, কমান্ডো নামানোর সিদ্ধান্ত হয়।

রাজ্যের করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী পরিস্থিতিতে কিভাবে ভোট হবে তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধী দলগুলো। উদ্বেগ প্রকাশ করেন বিশেষজ্ঞরাও। এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়। সেই মামলায় ভোট পিছিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য নির্বাচন কমিশনকে পরামর্শ দেয় হাইকোর্ট। এরপরই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে ভোটের দিন ঠিক করে দেয় নির্বাচন কমিশন।