লক্ষ্মীছড়িতে সেনা অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ (প্রসীত)’র পোস্ট পরিচালক আটক - Southeast Asia Journal

লক্ষ্মীছড়িতে সেনা অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ (প্রসীত)’র পোস্ট পরিচালক আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি জেলার দূর্গম লক্ষীছড়ি উপজেলার ডিপিপাড়া এলাকা হতে সেনাবাহিনী কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ’র পোস্ট পরিচালককে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১লা মার্চ)দুপুর আনুমানিক ১টার দিকে আকে আটক করা হয়।

গ্রেফতারকৃত বাঘ্যা চাকমা ওরফে দত্ত চাকমা দীর্ঘ দিন থেকে ইউপিডিএফ (মূল) সশস্ত্র সন্ত্রাসী দলের একজন সক্রিয় সদস্য এবং বর্তমানে পোস্ট পরিচালকের দায়িত্বে নিয়োজিত।

এছাড়াও তার বিরুদ্ধে চাঁদাবাজি ও খুনের মামলাসহ একাধিক সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড তাজা গোলাবারুদ, এক কেজি গাজা, চাদা আদায়ের রশিদ, চাদার হিসাব রেজিস্ট্রার ইত্যাদি উদ্ধার করা হয়।

লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রাশেদুজ্জামান রাশেদ বলেন, পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর চলমান অভিযান ভবিষ্যতে আরো জোরদার করা হবে।