৬১ লাখ রুপি, অস্ত্র ও গোলাবারুদসহ বিএসএফের হাতে ৫ ইউপিডিএফ সন্ত্রাসী আটক - Southeast Asia Journal

৬১ লাখ রুপি, অস্ত্র ও গোলাবারুদসহ বিএসএফের হাতে ৫ ইউপিডিএফ সন্ত্রাসী আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার সাজেক ও পাশ্ববর্তী দেশ ভারতের মিজোরাম সীমান্তের ওপারে ৬১ লক্ষ ভারতীয় রুপি, ৩টি সয়ংক্রিয় অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের ৫ সন্ত্রাসীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

গত ১৩ মার্চ রবিবার বিকেলে ভারতের মিজোরাম সীমান্তের পাশের কমলা নগরের ছোট পানছড়ি থেকে মারপাড়া যাওয়ার পথে তাদের আটক করে বিএসএফ। এদের মধ্যে বকুল কুসুম চাকমা নামে একজনের নাম জানা গেলেও বাকিদের নাম জানা সম্ভব হয়নি।

জানা গেছে, আটকৃতদের মারপাড়া বিএসএফ ক্যাম্পে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে তারা নিজেদের পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফ সদস্য বলে জানিয়েছে বিএসএফের একটি সূত্র।

নাম প্রকাশ না করার সূত্রে সীমান্ত রক্ষী বাহিনীটির একজন সদস্য জানান, আটক চার যুবকের লক্ষ্য ছিলো আরো বিপুল সংখ্যক অস্ত্র-গোলাবারুদ সংগ্রহ করে বাংলাদেশের সাজেক অঞ্চলে প্রবেশকরা, তবে তার আগেই বিএসএফ তাদের আটক করে।

বাঘাইছড়ি সার্কেলের এসপি আব্দুল আওয়াল বলেন, ‘আমি বর্তমানে সাজেক থানায় অবস্থান করছি, ওপারে ভারতীয় রুপি ও অস্ত্র গুলাবারুদসহ ৫ জন আটক করেছে বিএসএফ এমন খবর শুনেছি। তাদের লক্ষ্য ছিলো সাজেক, তাই বাংলাদেশ অংশে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার ও নজরদারি বাড়ানো হয়েছে। যারা আটক হয়েছে তারা সবাই বাংলাদেশী নাগরিক বলে জেনেছি তবে বিএসএফের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।’