বান্দরবানে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ যুবক আটক - Southeast Asia Journal

বান্দরবানে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ যুবক আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব ও বিজিবিসদস্যরা। মঙ্গলবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৪টায় থানচির বলিপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আইলমারা ঝিরি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ঞচিং অং মারমা (৪৩) থানচি উপজেলার বড় মদক এলাকার চিংহ্লা অং মারমার ছেলে।

সূত্রে জানা যায়, বিজিবি ও র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র এএসপি মোহাম্মাদ আনোয়ার হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বান্দরবানের থানচি উপজেলার ৪নং বলীপাড়া ইউনিয়নের আইলমারা ঝিরি এলাকা থেকে তাকে আটক করা হয়।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় জানান, র‌্যাব ও বিজিবির যৌথ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করার সংবাদ শুনেছি। তবে এখনো থানায় হস্তান্তর করেনি।