মানিকছড়িতে বাঙালি ব্যবসায়ী নিখোঁজ , পরিবারের দাবি অপহরণ - Southeast Asia Journal

মানিকছড়িতে বাঙালি ব্যবসায়ী নিখোঁজ , পরিবারের দাবি অপহরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাধীন যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া এলাকা থেকে আবদুল কাদের (৪২) প্রকাশ মইগ্যা কাদের নামে এক বাঙালি ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। তবে পরিবারের দাবি তাকে অপহরণ করা হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল সোমবার রাত ৮টার দিকে বাড়ি ফেরার আগ মুহুর্তে মুঠোফোনে কথা হয় তার স্ত্রী কহিনুর বেগমের সাথে। পরে রাতে তিনি আর বাড়ি ফেরেননি। রাত পেরিয়ে ভোর ৩টার দিকে ছোটভাই ইউছুফকে স্বামী বাড়িতে না ফেরার বিষয়টি জানান। পরে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় খাড়িছড়া মন্দির সংলগ্ন জঙ্গলে তার ব্যবহৃত মোটরসাইকেল, জুতা, কস্টেপ ও দড়ি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করে এবং ব্যবহৃত মোটরসাইকেলটি স্থানীয় ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজনের জিম্মায় পরিবারের কাছে জমা রাখেন।

মানিকছড়ি থানার এসআই মো. নাজমুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত জুতা, কস্টেপ, দড়ি উদ্ধার করা হয়েছে। তার ব্যবহৃত মোটরসাইকেলটি স্থানীয় ইউপি চেয়ারম্যানের ক্যয়জরী মহাজনের জিম্মায় পরিবারের কাছে রাখা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

উদ্ধারে ৩৬ ঘণ্টার আল্টিমেটাম
এদিকে নিখোঁজ. আবদুল কাদের (৪২)কে উদ্ধারে ৩৬ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। এছাড়া ব্যবসায়ী নিখোঁজের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তাঁর খোঁজ না পাওয়ায় পরিবারে আতংক বিরাজ করছে।

নিখোঁজের বিষয়টি দীর্ঘায়িত ও ঘটনাস্থলে পাওয়া আলামত দেখে এটিকে অপহরণ বলে সন্দেহ করছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি মোঃ মোকতাদীর হোসেন। ফলে তাঁরা আগামী ৩৬ ঘণ্টার মধ্যে মোঃ আবদুল কাদেরকে অক্ষত অবস্থায় উদ্ধারে প্রশাসনকে সময় দিয়েছে। না হলে মানববন্ধন, অবরোধসহ হরতালের মত কঠিন কর্মসূচীর হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। সংগঠনের মানিকছড়ি উপজেলা সমন্বয়ক মোঃ সাহাব উদ্দীন স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে

উল্লেখ্য, গত বছরের ১ ডিসেম্বর মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নের একসত্যাপাড়া থেকে যুবলীগ নেতা ইমান হোসেনকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে সড়ক অবরোধসহ নানা আন্দোলনের মুখে তাকে লক্ষীছড়ির দুর্গম দূল্যাতলী এলাকা থেকে অক্ষত অবস্থায় ফিরে পায় তার পরিবার। অন্যদিকে একই বছরের ২৪ মে উপজেলার বাটনাতলী ইউয়ননের অন্তর্গত ঢাকাইয়া শিবির এলাকার লালটিলা থেকে প্রবাসী পুত্র সাগরকে অবহরণ করা হলেও এখনও তার কোনো সন্ধান পায়নি তার পরিবার।