বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর - Southeast Asia Journal

বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সরকারের পদত্যাগ দাবিতে বিক্ষোভকারীদের আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। গত বুধবার এই প্রস্তাব দিয়েছেন তিনি। এদিকে অর্থনৈতিক সংকট নিয়ে প্রবল চাপের মুখে থাকা সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনার হুমকি দিয়েছে বিরোধীরা।

১৯৪৮ সালে যুক্তরাজ্যের স্বাধীনতা পাওয়ার পর থেকে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রা সংকটে জ্বালানি ও ওষুধ সংকট দেখা দিয়েছে। প্রতিদিন অন্তত আধাবেলা করে লোডশেডিং হচ্ছে।

সংকটের প্রতিবাদে শ্রীলঙ্কার লাখ লাখ মানুষ বিক্ষোভ করছেন। প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে এবং তার বড় ভাই ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বাণিজ্যিক রাজধানী কলম্বোয় অনেকেই অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

কলম্বোর বিক্ষোভের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে গলে ফেস গ্রিন নামে একটি চত্বর। সেই স্থানের বিক্ষোভকারীদের প্রতি ইঙ্গিত করে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গলে ফেস গ্রিনের বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা শুরু করতে প্রস্তুত রয়েছেন প্রধানমন্ত্রী।’

ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘দেশ বর্তমানে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তা নিরসনে বিক্ষোভকারীরা যদি তাদের প্রস্তাব নিয়ে আলোচনায় প্রস্তুত থাকে তাহলে প্রধানমন্ত্রী তাদের প্রতিনিধিদের আলোচনায় আমন্ত্রণ জানাতে প্রস্তুত রয়েছেন।’

বিগত বেশ কিছুদিন ধরে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে আসছেন বিক্ষোভকারী। এ সপ্তাহে তারা জানিয়েছেন, রাজাপাকসেদের পদত্যাগ করার আগ পর্যন্ত তারা সরবেন না।