পাকিস্তানের পাঞ্জাবে মুখ্যমন্ত্রী হিসেবে হামজা শাহবাজের শপথ স্থগিত, নানান অভিযোগ
নিউজ ডেস্ক
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে হামজা শাহবাজের শপথ স্থগিত করা হয়েছে। গত রোববার হামজা শাহবাজের বিরুদ্ধে নানান অভিযোগ এনে তার শপথ গ্রহণ স্থগিত করে দেন পাকিস্তানের পাঞ্জাবের গভর্নর ওমর সরফরাজ চিমা।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গভর্নর ওমর সরফরাজ চিমার অভিযোগ, রাষ্ট্রীয় শক্তি ব্যববহার করে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন হামজা শাহবাজ। পাঞ্জাবের প্রাদেশিক বিধানসভায় পিটিআই ও পিএমএল-কিউ দলের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে এ নির্বাচনে জিতেছেন হামজা।
তিনি বলেন, আমি বিশ্বাস করি যদি হামজা শাহবাজের যথেষ্ট ভোট থাকত, তবে তিনি মুখ্যমন্ত্রী নির্বাচনকে এভাবে বিতর্কিত করতেন না।
রোববার এক সংবাদ সম্মেলনে পাঞ্জাবের প্রাদেশিক বিধানসভায় হওয়া হট্টগোলের নিন্দা করে গভর্নর ওমর সরফরাজ চিমা বলেন, শনিবার পাঞ্জাব প্রাদেশিক বিধানসভায় যে হট্টগোল হয়েছে তা একটি বাজে উদাহরণ।
তিনি আরো বলেন, আমি একজন রাজনৈতিক কর্মী। আমি অনেক নির্বাচনে অংশ নিয়েছি। কিন্তু, পাঞ্জাব প্রাদেশিক বিধানসভায় যে পরিকল্পিত হট্টগোল হয়েছে তা খুবই খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে।