চীনের হুনান প্রদেশে ভবন ধস, নিখোঁজ ৩৯ - Southeast Asia Journal

চীনের হুনান প্রদেশে ভবন ধস, নিখোঁজ ৩৯

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চীনের হুনান প্রদেশে আটতলা ভবন ধসে কমপক্ষে ২৩ জন আটকা পড়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ৩৯ জন। ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে জরুরি উদ্ধারকারী দল। এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে হুনানের চাংশা শহরে এই ঘটনা ঘটে। ভবনটি হোটেল, অ্যাপার্টমেন্ট ও সিনেমার হল হিসেবে ব্যবহার হতো। শনিবার সিটি কর্তৃপক্ষ ভবন ধসের বিস্তারিত তুলে ধরেন। কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে, ভবনের রড ও কংক্রিটের স্ল্যাব কেটে সেখানে শব্দ করছেন উদ্ধারকর্মীরা। কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। এখন পর্যন্ত ভবন ধসের কারণ নিশ্চিত হওয়া যায়নি।

চীনে প্রায় সময় ভবন ধসে মৃত্যুর খবর পাওয়া যায়। দুর্বল অবকাঠামোর কারণেই এ ধরনের ঘটনা ঘটছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।