শ্রীলঙ্কায় বাংলাদেশিরা ভালো আছেন: রাষ্ট্রদূত - Southeast Asia Journal

শ্রীলঙ্কায় বাংলাদেশিরা ভালো আছেন: রাষ্ট্রদূত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশিরা ভালো ও নিরাপদে আছেন। তাদের বেশিরভাগের সঙ্গেই যোগাযোগ রক্ষা করছে ওই দেশের বাংলাদেশ দূতাবাস। এ খবর জানিয়েছেন শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

রাষ্ট্রদূত আরিফুল ইসলাম বলেন, শ্রীলঙ্কার বাংলাদেশিদের আমরা জানিয়েছি তারা যেন তাদের প্রয়োজনের বিষয়টি আমাদের জানান।

শ্রীলঙ্কায় এখন কতজন বাঙালি আছেন জানতে চাইলে তিনি বলেন, কোভিডের সময় অনেক বাংলাদেশি এখান থেকে চলে গেছেন। এখন প্রায় ৩০০-এর মতো আছেন বলে ধারণা করা হয়।

‘এদের বড় একটি অংশ কলম্বোতে থাকে। আরও কিছু বাঙালি কয়েকটি অঞ্চলে ছড়িয়ে রয়েছে।’ জানান রাষ্ট্রদূত।

তিনি আরও বলেন, ‘এদের কিছু জাতিসংঘ সংস্থা, বহুজাতিক কোম্পানিতে কাজ করছে। এছাড়া শ্রমিকও কিছু আছে। খুব অল্প সংখ্যক ছাত্র রয়েছে।’

কলম্বোর পরিস্থিতি জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে বিদ্যুৎ ও তেলের বড় ধরনের সংকট আছে। বর্তমানে তেল পাওয়া যাচ্ছে না এবং প্রতিদিন কয়েক ঘণ্টা লোডশেডিং হচ্ছে।’

বাংলাদেশ থেকে পাঠানো ওষুধ পৌঁছেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘শিগগিরই এটি কলম্বোতে পৌঁছাবে বলে আশা করি।’

শ্রীলঙ্কায় চরম রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা বিরাজ করছে। মাহিন্দা রাজাপাকসে সোমবার (১০ মে) প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। এ সপ্তাহে সরকার দলের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে কয়েকজন ইতোমধ্যে নিহত হয়েছেন।