শ্রীলঙ্কান নেতাদের পালিয়ে আসার খবর অস্বীকার ভারতের - Southeast Asia Journal

শ্রীলঙ্কান নেতাদের পালিয়ে আসার খবর অস্বীকার ভারতের

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চলমান সংকটে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর সেদেশের কয়েকজন রাজনৈতিক নেতা ও তাদের পরিবারের সদস্যরা ভারতে পালিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে খবর এসেছে।

তবে ভারতের পক্ষ থেকে সে খবরকে গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছে। কলম্বোর ভারতীয় হাইকমিশন মঙ্গলবার এক টুইট বার্তায় এমন প্রচারণার নিন্দা জানায়। এমনটিই বলছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।

টুইট বার্তায় ভারতীয় হাই কমিশন লিখেছে, শ্রীলঙ্কার কয়েকজন রাজনৈতিক নেতা ও তাদের পরিবারের সদস্যরা ভারতে পালিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ভেসে বেড়াচ্ছে। বিষয়টি হাইকমিশনের নজরে এসেছে। এগুলো মিথ্যা প্রতিবেদন। হাইকমিশন এর তীব্র নিন্দা জানাচ্ছে।

শ্রীলঙ্কায় চলমান পরিস্থিতিতে প্রতিবেশী দেশ ভারত তার অবস্থান স্পষ্ট করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি মঙ্গলবার বলেছেন, অতি ঘনিষ্ঠ প্রতিবেশী ও ঐতিহাসিক বন্ধু হিসেবে ভারত শ্রীলঙ্কার গণতন্ত্র স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধারে পূর্ণ সমর্থন জানায়।

দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা তার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে। খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকট সেদেশে, বেড়েছে মূল্যস্ফীতি। দেশটিতে সরকার পতনের দাবিতে এক মাসের বেশি সময় ধরে বিক্ষোভ চলছে। বিক্ষোভের মুখে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান মাহিন্দা রাজাপাকসে।