রাঙামাটিতে ভূষণছড়া গণহত্যার বিচারের দাবীতে মানববন্ধন - Southeast Asia Journal

রাঙামাটিতে ভূষণছড়া গণহত্যার বিচারের দাবীতে মানববন্ধন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটির বরকল উপজেলার ভূষণছড়ায় গণহত্যার বিচার ও ভূষণছড়ার নিরীহ চার শতাদিক বাঙালি হত্যার সাথে জড়িত সকল খুনীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসার দাবী জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দরা।

আজ সকালে রাঙ্গামাটিতে ভূষণছড়া গণহত্যার সুষ্ঠু তদন্ত, খুনিদের বিচার ও ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসনের দাবীতে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে এই দাবী জানান বক্তারা।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পৌর কমিটির সভাপতি মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহা সচিব আলমগীর কবির।

সভায় বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর, মহিলা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোর্শেদা আক্তার, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবীব আজম প্রমুখ।

বক্তারা আরো বলেন, ১৯৮৪ সালের ৩১মে রাঙ্গামাটি জেলার ভূষণছড়ায় এক নির্মম হত্যাকান্ড সংঘটিত হয়েছিল তা আজ ৩৮ বছর পার হলেও তার কোন বিচার বা তদন্ত হয়নি। যা পার্বত্য চট্টগ্রামের সংগঠিত হত্যাকান্ডগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং নৃশংস হত্যাযজ্ঞ। তাই পার্বত্য অঞ্চলে চলমান হত্যাকান্ড, খুন, গুম, অপহরণ বন্ধে পাহাড়ে নিরাপত্তার স্বার্থে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পুনঃস্থাপন করা, পার্বত্য অঞ্চলে যৌথ অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধার, পাহাড়ের সন্ত্রাসী কর্তৃক সকল হত্যাকান্ডের বিচার বিভাগীয় তদন্ত করে শাস্তি নিশ্চিতসহ সশস্ত্র সন্ত্রাসীদের লিডারদের ফাঁসি দাবি জানান।