বান্দরবান নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার - Southeast Asia Journal

বান্দরবান নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে ৯ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৭ জুন) বিকালে ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র জানায়, গত সোমবার (৬ জুন) রাত সাড়ে ১০ টায় নাইক্ষ্যংছড়ি বিজিবি কর্তৃক বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ হোসেন জানান, সোমবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাইশারী পাহাড়ের ঝোপ থেকে নয়টি অস্ত্র উদ্ধার করা হয়। তবে উক্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত অস্ত্রগুলো নাইক্ষ্যংছড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে জমা করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্গম পার্বত্য এলাকায় সীমান্ত সুরক্ষার পাশাপাশি, চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে। পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবি’র চলমান অভিযান ভবিষ্যতে আরো জোরদার করা হবে।