বাংলাদেশ–ভারত আন্তসীমান্ত বাস সার্ভিস পুনরায় শুরু - Southeast Asia Journal

বাংলাদেশ–ভারত আন্তসীমান্ত বাস সার্ভিস পুনরায় শুরু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তসীমান্ত বাস সার্ভিস পুনরায় চালু হয়েছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ার প্রেক্ষাপটে আজ শুক্রবার ঢাকা থেকে কলকাতা ও আগরতলাগামী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) যাত্রীবাহী এই বাস সার্ভিস আবার চালু হলো।

আখাউড়া-আগরতলা ও বেনাপোল-হরিদাসপুর চেকপোস্ট দিয়ে এ বাস চলাচল করবে।

আজ সকালে রাজধানীর মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপোতে এই বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

করোনার কারণে এই বাস সার্ভিস প্রায় দুই বছর ধরে বন্ধ ছিল। ঢাকায় ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন এই সার্ভিস আবার চালু হওয়ায় পর্যটক বৃদ্ধি পাবে। মানুষে মানুষে সম্পর্ক জোরালো হবে।

দুই দেশের মধ্যে সাশ্রয়ী-জনবান্ধব যোগাযোগের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ এই বাস সার্ভিস, যা ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াতের একটি জনপ্রিয় মাধ্যম।