করোনায় আক্রান্ত আইনমন্ত্রী আনিসুল হক
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে তার অবস্থা তেমন জটিল নয়।
শনিবার (১১ জুন) আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, গত বৃহস্পতিবার (৯ জুন) করোনা পরীক্ষায় তার পজিটিভ ফল এসেছে। জ্বর দিয়ে তার করোনার লক্ষণ শুরু হয়। কিন্তু এখন জ্বর নেই। তবে হালকা কাশি আছে। বাসায় চিকিৎসা নিচ্ছেন।
তিনি তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান মো. রেজাউল করিম।
