কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো ২ রোহিঙ্গার - Southeast Asia Journal

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো ২ রোহিঙ্গার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজার টেকনাফ উপজেলায় অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই জন।

সোমবার (২০ জুন) সকাল ৮টায় উপজেলার কক্সবাজার-টেকনাফ হাইওয়ের হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুল গফুরের ছেলে আমির হামজা (৫০) এবং একই ক্যাম্পের মো. ইদ্রিসের মেয়ে ইসমত আরা বেগম (১০)।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, কক্সবাজার থেকে আসা একটি কাভার্ডভ্যান যাত্রীবাহী অটোরিকশায় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যান। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আছে।