মিয়ানমার থেকে অপহৃত দুই শিক্ষককে বিজিপি‌র নিকট হস্তান্তর - Southeast Asia Journal

মিয়ানমার থেকে অপহৃত দুই শিক্ষককে বিজিপি‌র নিকট হস্তান্তর

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমার থেকে অপহৃত দুই শিক্ষককে মিয়ানমার ২ বিজিপির নিকট হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ জুন) অপহৃত দুই শিক্ষককে টেকনাফের খারাংখালী মগ পাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার করে বিজিবি।

পরে রাতে ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিপির নিকট হস্তান্তর করা হয়।

জানা যায়, গত ১৬ জুন মিয়ানমারের মংডু জেলার থিনবাওয়ালা গ্রাম থেকে নিখোঁজ প্রধান শিক্ষক ইউ বো উইন এবং সহকারী শিক্ষক ডও ওহনমার কিয়াউকে অজ্ঞাত অপহরণকারীরা মিয়ানমার হতে বাংলাদেশ নিয়ে আসে। অপহরণকারীদেরকে ২৩ জুন বৃহস্পতিবার ভোর ৪ টার সময় টেকনাফ খারাংখালী বিওপির দায়িত্বপূর্ন মগপাড়া এলাকা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন সদস্যরা উদ্ধার করে ।

পরে উদ্ধারকৃত দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩১/১ APB এর নিকট মিয়ানমার-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে মিয়ানমারের ২ বিজিপির নিকট ২৩ জুন বৃহস্পতিবার রাত ১০টার সময় হস্তান্তর করা হয়।