টেকনাফে গাঁজাসহ রোহিঙ্গা যুবক আটক
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফে ১ কেজি গাঁজাসহ জাহিদ আলম নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউপি শালবাগান রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত জাহিদ আলম শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা সিরাজুল হকের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শালবাগান রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালানো হয়। এপিবিএন এর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গা যুবক জাহিদ আলমকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত গাঁজাসহ আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।