সাফজয়ী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী - Southeast Asia Journal

সাফজয়ী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ছাড়া আগামী ২৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২২-এ অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ জাতীয় দল। এজন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আগামী ২৭ সেপ্টেম্বর সংবর্ধনা দেওয়া হবে। সাফজয়ী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে।