সীমান্তে হত্যাকাণ্ড সরকারের ব্যর্থতা নয়: পররাষ্ট্রমন্ত্রী - Southeast Asia Journal

সীমান্তে হত্যাকাণ্ড সরকারের ব্যর্থতা নয়: পররাষ্ট্রমন্ত্রী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতীয় বাহিনীর হাতে বাংলাদেশি হত্যাকাণ্ড সরকারের ব্যর্থতা নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘যে ব্যক্তি মারা গেছে, তার কারণ খুঁজে দেখা উচিত।’

সোমবার (২ জানুয়ারি) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ-ভারত সীমান্তে সংঘটিত হত্যাকাণ্ড সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি— একজন ব্যক্তিও যেন সীমান্তে না মারা যায়। ভারতের সর্বোচ্চ মহল থেকে আমাদেরকে এটির বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।’

এটি সরকারের ব্যর্থতা কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সীমান্ত হত্যাকাণ্ড আমাদের ব্যর্থতা নয়। আপনাকে দেখতে হবে— কেন ওই ব্যক্তি মারা গেলো। সেটাও খুঁজে দেখেন।’

উল্লেখ্য, সিলেটের বাংলাদেশ-ভারত সীমান্তে গত শনিবার (৩১ ডিসেম্বর) জৈনউদ্দিন নামে একজন যুবক ভারতীয় বাহিনীর হাতে নিহত হওয়ার অভিযোগ রয়েছে।