রাঙামাটির বিলাইছড়িতে হেডম্যান ও কারবারি সম্মেলন অনুষ্ঠিত - Southeast Asia Journal

রাঙামাটির বিলাইছড়িতে হেডম্যান ও কারবারি সম্মেলন অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়মূলক কাজকে আরও তরান্বিত করা এবং কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয়ে রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়িতে সেনাবাহিনীর বিলাইছড়ি জোনের আয়োজনে হেডম্যান ও কারবারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে বিলাইছড়ি জোন সদরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

হেডম্যান ও কারবারি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ আহসান হাবিব রাজীব। এছাড়া, সাধারণ জনগণের প্রতিনিধি হিসেবে দূর্গম এলাকা থেকে আগত হেডম্যান এবং করবারিগণ সম্মেলনে অংশ নেন।

সম্মেলনে জোন আওতাভুক্ত দূর্গম এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানের লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে বক্তব্য তুলে ধরেন উপস্থিত হেডম্যান ও কারবারিগণ।

বিলাইছড়ি জোন অধিনস্ত এলাকায় শান্তি-শৃংখলা রক্ষার্থে এবং সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্য সর্বদা সেনাবাহিনী কাজ করে যাচ্ছে মন্তব্য করে এসময় জোন অধিনায়ক বলেন, ভবিষ্যতে বিলাইছড়ি জোনের এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময়, হেডম্যান ও কারবারিগণ বিভিন্ন সময়ে জোন কর্তৃক দূর্গম এলাকায় পরিচালিত মেডিক্যাল ক্যাম্পেইন, শীতবস্ত্র বিতরণ এবং গৃহীত বিভিন্ন সামাজিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের দূর্গম পাহাড়ী এলাকায় শান্তি, সম্প্রীতি বজায় রাখার লক্ষে এবং আর্তমানবতার সেবায় সর্বদা কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। দূর্গম পাহাড়ের চূড়ায় শিক্ষা, চিকিৎসার অভাবে দিনাতিপাত করা মানুষের পাশে সবসময়ই দাঁড়িয়েছে সেনাবাহিনীর সদস্যরা।