কুড়িগ্রামে অবৈধভাবে পাসপোর্ট করতে যাওয়া ২ রোহিঙ্গা তরুণী আটক
নিউজ ডেস্ক
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে পাসপোর্ট করার জন্য কুড়িগ্রামে আসা দুই রোহিঙ্গা তরুণীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করে পুলিশে কাছে হস্তান্তর করা হয়।
আটক দুই রোহিঙ্গা তরুণী হল, বালুখালি ২৭ নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-৯ এর বাসিন্দা মোছা. হাসিনা আক্তার বেবি (১৮)। অপরজনের একই ক্যাম্পের ব্লক ডি-এর বাসিন্দা নাম মোছা. খুরশিদা।
কুড়িগ্রাম জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিস সূত্র জানায়, এর মধ্যে হাসিনা আক্তার নাম অপরিবর্তিত রেখে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের ব্যাপারী পাড়া বালিয়ামারী গ্রামের ঠিকানা ব্যবহার করে পাসপোর্টের আবেদন করেছিলেন। আর খুরশিদা আক্তার নাম পরিবর্তন করে আজেদা আক্তার নামে পাসপোর্টের আবেদন করেছিলেন। তিনি কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের ঠিকানা ব্যবহার করেছেন। তাদের উভয়ের জন্ম নিবন্ধন সনদ নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া।
কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক কবির হোসেন বলেন, ওই দুই তরুণী পাসপোর্টের আবেদন জমা দিয়েছিলেন। ছবি তোলার সময় তাদের চেহারা ও কথাবার্তা শুনে আমাদের সন্দেহ হয়। তারা ভালো করে বাংলা বলতে পারছিলেন না। বাংলা লিখতে দিলেও তারা তা পারছিলেন না। তখন জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন। এরপর পুলিশে খবর দিলে পুলিশ তাদের নিজ হেফাজতে নেয়।
কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, আটক দুই তরুণীকে জেলা পুলিশের ডিএসবি শাখায় হস্তান্তর করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।