রাঙামাটিতে দুই আঞ্চলিক সশস্ত্র দলের গোলাগুলিতে জেএসএস (সন্তু) সন্ত্রাসী নিহত
 
                 
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ে পাহাড়ের বিবাদমান দুই আঞ্চলিক সশস্ত্র দলের গোলাগুলিতে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের এক সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানা গেছে।
উপজেলার রাইখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গংগ্রিছড়া এলাকায় বুধবার (২৫ জানুয়ারী) দুপুর থেকে বিকাল পর্যন্ত গোলাগুলির এ ঘটনা ঘটে। এ সময় জেএসএস সন্ত্রাসী সম্রাট ( ৩২) নিহত হন।
উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা বলেন, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্যের মাধ্যমে গংগ্রিছড়া এলাকায় দুই পক্ষের গোলাগুলির ঘটনা জানতে পেরেছি। সেখানে একজন নিহত হয়েছেন।
রাতে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, রাইখালী ইউনিয়নের গংগ্রিছড়া এলাকায় জেএসএস এবং এমএনপির (মগ পার্টি) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সংবাদ পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ টহল দল ঘটনাস্থলে গিয়ে একজনের লাশ উদ্ধার করে। রাত ১১টার দিকে তার লাশ চন্দ্রঘোনা থানায় নিয়ে আসা হয়।
