সাজেকে বন্দুকসহ উপজাতি সন্ত্রাসী আটক - Southeast Asia Journal

সাজেকে বন্দুকসহ উপজাতি সন্ত্রাসী আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম সুকনাছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩টি এসবিপি বন্দুক সহ রনি চাকমা (২৫) নামে অস্ত্র পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। আটক রনি চাকমা বরকল উপজেলার সুবলং এলাকার মতিলাল চাকমার ছেলে বলে জানিয়েছে পুলিশ।

সাজেক থানার ওসি নুরুল আলম বলেন, গত ২৪ জানুয়ারী মঙ্গলবার গোপন সংবাদ পেয়ে সন্ধ্যায় সাজেক থানার সার্কেল এএসপি আবদুল আওয়াল এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অস্ত্র পাচারের খবর পেয়ে আগে থেকে ওঁৎ পেতে থাকে এসময় বস্তায় মোড়ানো ৩ টি বন্দুক ও একটি ব্যাগসহ রনি চাকমা এগিয়ে আসলে পুলিশ তাকে থামার সংকেত দিলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে, সাথে সাথে পুলিশ তার পিছু নিয়ে ঝাপটে ধরে। এসময় সহকারী পুলিশ সুপার (এএসপি আবদুল আওয়াল) কিছুটা আঘাত পান বলে জানা যায়।

অভিযানে নেতৃত্ব দেয়া পুলিশ কর্মকর্তা এএসপি আবদুল আওয়াল বলেন, ইদানীং পাহাড়ে জঙ্গি গোষ্ঠী ও বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের আনাগোনা বেড়েছে তাই পুলিশের পক্ষ থেকে নজরধারী বাড়ানো হয়েছে। আটক রনি চাকমা প্রাথমিক জিজ্ঞেসাবাদে অস্ত্র চোরাকারবারি দলের সদস্য বলে জানিয়েছেন এই কর্মকর্তা। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে, বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।