পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের খা.ছড়ি জেলা কাউন্সিল সম্পন্ন - Southeast Asia Journal

পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের খা.ছড়ি জেলা কাউন্সিল সম্পন্ন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার ইফতার মাহফিল ও জেলা কাউন্সিল সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়ি অফিসার্স ক্লাব কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল ও জেলা কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি, বর্তমান কেন্দ্রীয় আহবায়কন কমিটির সদস্য ও বাঘাইছড়ি পৌরসভার সাবে মেয়র মোঃ আলমগীর কবির।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খাগড়াছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মজিদ

খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সভাপতি ইঞ্জিঃ মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক মো. আসাদ উল্লাহ আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মোঃ আলী হোসেন, জেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউসুফ জোসেফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক ইখতিয়ার ইমন, মোঃ নজরুল ইসলাম মাসুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন কায়েশসহ বিভিন্ন উপজেলা সভাপতি-সম্পাদক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পরে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল শেষে সাবেক সাধারণ সম্পাদকে মোঃ আসাদুল্লাহ আসাদকে সভাপতি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন কায়েশকে সাধারণ সম্পাদক ও মোঃ আশ্রাফুল ইসলাম রনিকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির অনুমোদন দেয়া হয়।

You may have missed