বান্দরবানে ইয়াবাসহ আটক ৩ - Southeast Asia Journal

বান্দরবানে ইয়াবাসহ আটক ৩

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানে পৃথক অভিযানে ৫৩০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সদরে চৌধুরী মার্কেট ও পাসপোর্ট অফিস এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত আটটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটকরা হলেন হাফেজ ঘোনা এলাকার মৃত নকুল দাশের ছেলে যিশু দাশ (২৩), কক্সবাজারের ঘোনাপাড়া এলাকার লাল মিয়ার ছেলে ফয়জুল করিম (২৬) ও আলীকদম বাজারপাড়া এলাকার মৃত জেড এ দিদার হোসেন চৌধুরীর ছেলে এস এম হোসাইন টিটু (৩০)।

এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড চৌধুরী মার্কেট এলাকা ও ৭ নম্বর ওয়ার্ড পাসপোর্ট অফিসের সামনে অভিযান পরিচালনা করে ২ এপিবিএন। এসময় যিশু দাশ ও ফয়জুল করিমের কাছ থেকে ২৩০ পিস এবং হোসাইন টিটুর কাছ থেকে ৩০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ২ এপিবিএন (মেঘলা) বান্দরবানের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।