বঙ্গবন্ধুর সমাধিতে সাত দেশের ৮ সাম‌রিক প্রতিনিধির শ্রদ্ধা - Southeast Asia Journal

বঙ্গবন্ধুর সমাধিতে সাত দেশের ৮ সাম‌রিক প্রতিনিধির শ্রদ্ধা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গোপালগঞ্জের টু‌ঙ্গিপাড়ায় জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমা‌ধিতে শ্রদ্ধা জানিয়েছেন সাত দেশের আট সাম‌রিক প্রতি‌নি‌ধি।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পৌঁছান তারা।

পরে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও প্রার্থনা করেন।

এ সাম‌রিক প্রতি‌নি‌ধি দলে ছিলেন- অস্ট্রেলিয়ার লেফটেন্যান্ট কর্নেল জন ডেম্পসি, ভারতের ব্রিগেডিয়ার মানমিত সিং সাবারওয়াল, স্কোয়াড্রন লিডার অভিতোষ শর্মা, মিয়ানমারের ব্রিগেডিয়ার জেনারেল সোয়ে নিয়াত, নেপালের ব্রিগেডিয়ার রোশান শমসের রানা, পাকিস্তানের ব্রিগেডিয়ার আলী এজাজ রাফি, ফিলিস্তিনির কর্নেল মাহমুদ এম জে শারাওনাহ ও তুরস্কের কর্নেল এরদাল সাহিন।

পরে তাদের স্ত্রী ও সন্তানরা আলাদাভাবে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর প্রতিনিধি দলের সদস্যরা বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন। পরে প্রতিনিধি দলটি বাগেরহাটের উদ্দেশে রওনা হন।

এ সময় গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম কবির, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-মামুন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় ডিজিএফআই-এর মহাপ‌রিচালক মেজর জেনারেল হামিদুল হক সাংবাদিকদের বলেন, বাংলাদেশে কর্মরত সামরিক প্রতিনিধিদের নিয়ে বার্ষিক ভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন তারা। জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সমাধি সৌধ পরিদর্শন শেষে আমরা সুন্দরবন পরিদর্শনে যাবো।