নিষিদ্ধ হচ্ছে জঙ্গি সংগঠন জামাতুল আনসার
![]()
নিউজ ডেস্ক
অবশেষে নিষিদ্ধ হচ্ছে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার। এরই মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি শুরু করছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট- সিটিটিসি। এরই মধ্যে পুলিশ সদরদপ্তরে তথ্য-উপাত্ত পাঠিয়েছে র্যাব।
সিটিটিসির প্রস্তাবনা পেলেই সেসব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে পুলিশ সদরদপ্তর। এ বিষয়ে সরকারের মনোভাবও ইতিবাচক বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার হয়েছে সংগঠনটির বেশ কিছু সদস্য। ছদ্মবেশে সংগঠিত হচ্ছিল তারা। কুমিল্লা থেকে ৭ তরুণ নিখোঁজের পর সামনে আসে- জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার নাম। নতুন এ জঙ্গি সংগঠনটিও নিষিদ্ধ করতে উদ্যোগ নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তদন্তে জানা যায়, ধর্মের অপব্যাখ্যায় তরুণদের পাহাড়ে প্রশিক্ষণ দিচ্ছে তারা। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে সংগঠনটির নায়েবে আমিরসহ গ্রেপ্তার হয় ৭৮ নেতাকর্মী। তবে ধরাছোয়ার বাইরে মাস্টারমাউইন্ড শামীন মাহফুজ ও আমির আনিছুর রহমানসহ অনেকে।
সংগঠনটি এখনও কোনো নাশকতা করতে না পারলেও- র্যাব স্থাপনায় হামলা ও টার্গেট কিলিংয়ের পরিকল্পনা করছিল। পাশাপাশি পাহাড়ের বিছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের কাছ থেকে সশস্ত্র প্রশিক্ষণ নেয়ায়ও তৈরি হয়েছে উদ্বেগ। এ অবস্থায় সংগঠনটিকে নিষিদ্ধের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা।
ধারাবাহিক অভিযানে ৬৩ জনকে গ্রেপ্তারের পর নড়েচড়ে বসেছে র্যাবও। সংগঠনটি নিষিদ্ধে প্রয়োজনীয় তথ্য পাঠিয়েছে পুলিশ সদরদপ্তরে।
জামাতুল আনসার নিষিদ্ধে কাজ শুরু করেছে সিটিটিসিও। আর এদের সার্বিক পরিকল্পনা জনতে চলছে মাস্টারমাউন্ড শামীন মাহফুজ ও আমির আনিছুর রহমানকে গ্রেপ্তারে অভিযান।
জঙ্গি তৎপরতার দায়ে জেএমবি, হরকাতুল জিহাদ-হুজি, আনসার আল ইসলামসহ ৮টি সংগঠনকে নিষিদ্ধি হলেও, হলি আর্টিজানে হামলার ৭ বছরেও নিষিদ্ধ হয়নি নব্য জেএমবি।