প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ - Southeast Asia Journal

প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট শেষ হয়েছে। শনিবার (১৮ মার্চ) আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

অ্যামেচার গলফারদের নিয়ে পাঁচটি ক্যাটাগরিতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বিভাগগুলো হলো- সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। টুর্নামেন্টে ৭৮২ জন গলফার অংশগ্রহণ করেন। যাদের মধ্যে বিদেশি খেলোয়াড়ও ছিলেন।

গত ১৪ মার্চ থেকে আর্মি গলফ ক্লাবে ৪ দিনব্যাপী ‘ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট’ নামে এটি অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে আরও ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বশির আহমেদ এবং ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা।