এক বস্তা ভুসির ভেতরে মিললো আড়াই কোটি টাকার স্বর্ণ - Southeast Asia Journal

এক বস্তা ভুসির ভেতরে মিললো আড়াই কোটি টাকার স্বর্ণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সুলতানপুর সীমান্ত থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি-৬। গতকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল ৩টার দিকে সুলতানপুর বিওপির ঝাঝাডাঙ্গা গ্রাম থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান বলেন, সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের চালান পাচার হচ্ছে- এমন গোপন সংবাদে ঝাঝাডাঙ্গা গ্রামে আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালাই। এ সময় আমরা সীমান্ত পিলার ৭৮/৬-আর থেকে ৩০০ গজ ভেতরে ঝাঝাডাঙ্গা গ্রামের চার রাস্তার মোড়ে অবস্থান নিই। বিকাল ৩টায় এই এলাকা দিয়ে ব্যাটারিচালিত একটি ভ্যান নাস্তিপুর সীমান্ত এলাকার দিকে যেতে দেখে সন্দেহ হলে গতিরোধ করি। তখন ভ্যান থেকে নেমে এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। এ সময় ভ্যানের ওপরে এক বস্তা ভুসি পাই। ভ্যানের আরোহীদের বস্তার ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা বস্তাটি পালিয়ে যাওয়া ব্যক্তির বলে জানান। পালিয়ে যাওয়া ব্যক্তির ব্যাপারে আরোহীদের জিজ্ঞাসা করলে তারা চেনেন না বলে জানান। পরে ভুসির বস্তা খুলে অভিনব কায়দায় লুকানো তিন কেজি ১৬৩ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার পাই। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৫৫ লাখ টাকা।

লে. কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান আরও বলেন, এ ঘটনায় বিজিবির নায়েক দিদার বাদশা বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেন। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।