রোহিঙ্গাদের জন্য ভুয়া এনআইডি ও জন্মনিবন্ধন সনদ তৈরি, গ্রেপ্তার ৩ - Southeast Asia Journal

রোহিঙ্গাদের জন্য ভুয়া এনআইডি ও জন্মনিবন্ধন সনদ তৈরি, গ্রেপ্তার ৩

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি পাসপোর্ট যাওয়ার ঘটনা তদন্তে রাজধানীকেন্দ্রিক একটি অপরাধ চক্রের সন্ধান পেয়েছে চট্টগ্রামের গোয়েন্দা পুলিশ।

ওই চক্রের তিন সদস্যকেও পুলিশ গ্রেপ্তার করেছে, যারা পাসপোর্ট আবেদনের জন্য ভুয়া তথ্য দিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধন সনদ তৈরি করে দেয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রাজু শেখ (৩২), মাহমুদুল রিয়াদ (২৪) ও নয়ন শেখ (২১)।

মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর আগারগাঁও পাসপোর্ট কার্যালয়ের সামনে একটি কম্পিউটার দোকান থেকে এই তিন জনকে গ্রেপ্তার করার কথা জানান চট্টগ্রম মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) নিহাদ আদনান তাইয়ান।

গোয়েন্দা কর্মকর্তা নিহাদ আদনান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ১৩ ফেব্রুয়ারি আসাদউল্লাহ নামে হত্যা মামলার আসামি এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়। রোহিঙ্গা হয়েও বাংলাদেশের পাসপোর্ট থাকায় তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে একটি মামলা হয়। ওই মামলার তদন্ত করতে গিয়ে ঢাকার এ চক্রটির সন্ধান পাওয়া যায়।

“গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে তিনটি এনআইডি ও পাঁচটি জন্মনিবন্ধন সনদ জব্দ করা হয়েছে।”