যুক্তরাজ্যে রাজার রাজ্যাভিষেক প্যারেডে অংশ নিচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কন্টিনজেন্ট - Southeast Asia Journal

যুক্তরাজ্যে রাজার রাজ্যাভিষেক প্যারেডে অংশ নিচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কন্টিনজেন্ট

ফাইল ছবি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজার অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১০ সদস্যের একটি প্রতিনিধি দল যুক্তরাজ্যে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এই কন্টিনজেন্ট যুক্তরাজ্যে পৌঁছেছে বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, যুক্তরাজ্যের রাজার অভিষেক অনুষ্ঠান উদযাপন উপলক্ষে দেশটির আমন্ত্রণে বাংলাদেশের সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে সশস্ত্র বাহিনীর ১০ সদস্যের একটি কন্টিনজেন্ট যুক্তরাজ্যে পৌঁছেছে। লেফটেন্যান্ট কর্নেল সাদাত মোহাম্মদ হাসানের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৃহস্পতিবার (২৭ এপ্রিল) যুক্তরাজ্যে পৌঁছেছে।

অভিষেক অনুষ্ঠানের কুচকাওয়াজ শেষে আগামী ৭ মে সমন্বিত কন্টিনজেন্টটি দেশে ফিরে আসবে। উক্ত কুচকাওয়াজে অংশগ্রহণ রাষ্ট্রীয় পর্যায়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।