কক্সবাজারে মিয়ানমারের ৪ নাগরিকসহ নয়জনের কারাদণ্ড - Southeast Asia Journal

কক্সবাজারে মিয়ানমারের ৪ নাগরিকসহ নয়জনের কারাদণ্ড

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজার শহরের মাঝিরঘাট থেকে পাঁচ লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলায় মিয়ানমারের চার নাগরিকসহ নয়জনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাইল এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে সাজা হওয়া ট্রলার মালিককে ৫০ লাখ টাকা এবং অপর আটজনকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও দু-বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সাজাপ্রাপ্ত ট্রলার মালিক সুলতান আহমেদ কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকার মো. আবু বকরের ছেলে। অপর আটজন তারই ট্রলারের মাঝিমাল্লা। তারা হলেন: আবদুর রউফ, মো. আবদুর রাজ্জাক মিয়া, মিজানুর রহমান, হাবিবুল্লাহ, জাহিদ হোসেন, মো. জাহাঙ্গীর, আবদুল হামিদ ও ওসমান গনি।

এদের মধ্যে হাবিবুল্লাহ, জাহিদ হোসেন, মো. জাহাঙ্গীর ও আবদুল হামিদ মিয়ানমারের নাগরিক। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, ২০১৭ সালের ১১ ফেব্রুয়ারি শহরের মাঝির ঘাট এলাকায় সুলতান আহমেদের ট্রলার থেকে সাড়ে চার লাখ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। ওই সময় ট্রলারে থাকা আটজনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে সুলতান আহমেদের বাড়ি থেকে আরও ৫০ হাজার পিস ইয়াবাসহ ট্রলার মালিককে আটক করা হয়। এ সংক্রান্ত মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় দেন।

তিনি আরও জানান, রায়ে এ মামলায় সাজাপ্রাপ্ত মিয়ানমারের চার নাগরিককে সাজা শেষে মিয়ানমারে ফেরত পাঠানো এবং জব্দ করা ট্রলার বিক্রি করে অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার আদেশ দেয়া হয়েছে।