বান্দরবান সীমান্তে ৯৬ ক্যান বিদেশি বিয়ারসহ আটক ১
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে ৯৬ ক্যান বিদেশি বিয়ারসহ ১ কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃত এ কারবারি তালুকদার পাড়ার ইসা আহমদের ছেলে আবুল হোসেন (৪১)। সে পেশায় টমটম চালক।
গত ৯ জুন শুক্রবার রাত পৌনে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুম তদন্ত কেন্দ্রের এসআই মো. আল আমিন সঙ্গীয় ফোর্সসহ উত্তর ঘুমধুমের বড়ুয়া পাড়ার অনিল বড়ুয়ার মুদি দোকানের সামনে থেকে এসব ক্যান জব্দ করে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার টানটু সাহা বলেন, পুলিশের তল্লাশির সময় টমটম চালক গাড়ি রেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে টমটম গাড়ি তল্লাশি করে ৯৬ ক্যান বিদেশি বিয়ারসহ আটক করে পুলিশ।
তিনি আরও বলেন, আটকৃত আসামির বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে আইনের আওতায় নেয়া হয়েছে।