বান্দরবান পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় শামসুল ইসলাম মেয়র নির্বাচিত

নিউজ ডেস্ক
বান্দরবান পৌরসভায় উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. শামসুল ইসলাম।
আজ সোমবার (২৬ জুন) বান্দরবান জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করীম স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন অফিস জানায়, বান্দরবান পৌরসভার নির্বাচিত মেয়র মো. ইসলাম বেবী গত ১৫ এপ্রিল মারা যাওয়ায় মেয়র পদটি শূন্য হয়। আগামী ১৭ জুলাই মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মনোনয়নপত্র সংগ্রহের নির্ধারিত সময়ে দুজন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করলেও মনোনয়নপত্র জমা দিয়েছেন একজন।
মনোনয়নপত্র বাছাইয়ের দিন ছিলে ১৯ জুন এবং প্রত্যাহারের শেষ দিন ছিল ২৫ জুন। প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় আজ সোমবার ২৬ জুন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীকের প্রার্থী মো. শামসুল ইসলামকে মেয়র ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও বান্দরবান জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রেজাউল করীম।
রিটার্নিং কর্মকর্তা বলেন, আগামী ১৭ জুলাই মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় নৌকা প্রতীকের প্রার্থী মো. শামসুল ইসলামকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র ঘোষণা করা হয়েছে। গেজেট প্রকাশের পর শপথ গ্রহণের মাধ্যমে তিনি দায়িত্ব নেবেন।
নবনির্বাচিত মেয়র মো. শামসুল ইসলাম বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর সুবিধাবঞ্চিত পৌরবাসীর শতভাগ সেবা নিশ্চিত করতে স্মার্ট পৌরসভা গড়ে তুলতে কাজ করব। পৌরসভার উন্নয়নে সম্মানিত পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।