পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান - Southeast Asia Journal

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সৌদি আরব সরকারের রাষ্ট্রীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

গতকাল ৩ জুলাই সোমবার তিনি দেশে ফিরেছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান সৌদি সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হিসেবে গত ২৩ জুন সস্ত্রীক পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেন। পবিত্র হজ পালনকালে তিনি সকলের কল্যাণ কামনায় মহান আল্লাহ তা’য়ালার নিকট বিশেষ দোয়া করেন।