আলীকদমে ইয়াবাসহ আটক ২ - Southeast Asia Journal
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আলীকদমে সেনাবাহিনীর চেকপোস্টে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ আটক করা হয়েছে।

গত ২১ জুলাই শুক্রবার রাতে চেকপোস্টে ১৭০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে।

ইয়াবাসহ আটক ব্যক্তিরা শুক্রবার রাতে আলীকদমের নয়াপাড়া ইউনিয়নের বাবু পড়া এলাকা হতে লামা যাওয়ার উদ্দেশ্য একটি ভাড়ায় চালিত মোটর সাইকেল যোগে যাওয়ার চেষ্টা কর ছিল।

এসময় আলীকদম সেনাজোনের ৩১ বীর জোন এফএস গোয়েন্দা সূত্রে বিষয়টি জানতে পেয়ে নজরদারি করেন। এরপর সেনা জোন ক্যান্টিন চেকপোষ্টে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- মো. রাসেল হোসেন রাকিব ও মো. শহিদ উদ্দিন। তাদের বাড়ি লামার মধুঝিরি এলাকায়।

আটককৃতদের তল্লাশি করে তাদের কাছে থাকা ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে।