বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত - Southeast Asia Journal

বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে ‘সাংস্কৃতিক উৎসব ও বার্ষিক বিজ্ঞান মেলা-২০২৩’ এর সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এর পরিচালনা পর্ষদের সভাপতি ও সিওডি কমান্ড্যান্ট।

এ সময় প্রধান অতিথি সাংস্কৃতিক উৎসব ও বার্ষিক বিজ্ঞান মেলার বিভিন্ন স্টলসমূহ ঘুরে দেখেন এবং বিজ্ঞানমনা শিক্ষার্থীদের প্রদর্শিত প্রজেক্টগুলো সম্পর্কে মতবিনিময় করেন।

মেলা পরিদর্শন শেষে প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের সাংস্কৃতিক চেতনাবোধ ও বিজ্ঞানভিত্তিক সৃষ্টিকর্মের প্রশংসা করেন।

উক্ত অনুষ্ঠানে সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দের পাশাপাশি, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকমণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।