খাগড়াছড়িতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

নিউজ ডেস্ক
খাগড়াছড়ির রামগড়ে সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অভিযানে ভারত থেকে অবৈধ পথে আনা বেশ কিছু মদের বোতল জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার (২৮ জুলাই) দুপরের দিকে উপজেলার বড়ই বাগান নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় এসব মদ জব্দ করে বিজিবি।
সূত্র জানায়, এদিন রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ বাগানবাজার বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ জাহানুর ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক রামগড় থানার অন্তর্গত বড়ই বাগান নামক স্থান হতে মালিকবিহীন ৯১ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মদ রামগড় থানায় সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করে পরবর্তীতে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।
৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আবু বকর সিদ্দিক সাইমুম জানিয়েছেন, সীমান্তে যে যেকোন অপরাধ ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।