৫ দিনের সফরে কুয়েত গেলেন সেনাবাহিনী প্রধান - Southeast Asia Journal

৫ দিনের সফরে কুয়েত গেলেন সেনাবাহিনী প্রধান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কুয়েত সফরে গেছেন।

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কুয়েতের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল গাজী হাসান আল-শামারির আমন্ত্রণে সেদেশে সেনাপ্রধানের এই সফর।

সফরকালে সেনাবাহিনী প্রধান কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রী শেখ আবদুল্লাহ আরী আবদুল্লাহ আল-সালেম আল-সবাহ ও সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফসহ ঊধ্বর্তন সামরিক-বেসামরিক ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।

সফরে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পারিক সম্পর্ক উন্নয়ন, প্রশিক্ষণ ও দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচ হাজার ২৪৯ জন সেনা সদস্য অপারেশন কুয়েত পুনর্গঠনে নিয়োজিত রয়েছেন, যা জাতিসংঘ শান্তি মিশনের পর দ্বিতীয় কোনো বৈদেশিক দায়িত্বে সর্বোচ্চ সংখ্যা।

“সেনাবাহিনীর প্রধানের এবারের এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য হল অপারেশন কুয়েত পুনর্গঠন কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর আরও অধিক সদস্য মোতায়েত সংক্রান্ত বিষয়ে আলোচনা করা।”

সফরকালে সেনাপ্রধান কুয়েত সামরিক বাহিনীর আলী আল সাবাহ মিলিটারি অ্যাকাডেমি পরিদর্শন ও অপারেশন কুয়েত পুনর্গঠনে নিয়োজিত বাংলাদেশি সেনাদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় করবেন।

আগামী ৪ অগাস্ট সেনাপ্রধান দেশে ফিরবেন।