জাতীয় শোক দিবসে দুস্থদের মাঝে রামগড় বিজিবি’র খাদ্য সামগ্রী ও চিকিৎসা সেবা প্রদান
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি’র) উদ্যোগে হত দরিদ্র, গরীব-দুস্থদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালীদের মাঝে খাদ্য সামগ্রী ও বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মঙ্গলবার (১৫ আগষ্ট) সকালে রামগড় ব্যাটালিয়ন’র অধিনায়ক লেঃ কর্নেল আবু বক্কর সিদ্দিক সাইমুম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ ও বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের উদ্ভোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগড় বিজিবি’র সহকারী পরিচালক রাজু আহমেদ সহ বিজিবি”র পদস্থ কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।
উল্লেখ্য যে, (৪৩ বিজিবি) কর্তৃক ১০০ দুস্থ পরিবারের মাঝে ৫ কেজি চাল, আলু ৫ কেজি, ডাল ১কেজি, তেল ১লিটার, চিনি ১কেজি করে বিতরণ করা হয়। এছাড়াও যৌথ খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পেইনে এলাকার গরীব অসহায় দুস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, বাঙালী সহ ২৫০ জনকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।