বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে সীমান্ত ব্যাংকের আয়োজনে বৃক্ষরোপণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শোক দিবসের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে সীমান্ত ব্যাংক ঢাকার পিলখানায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম উক্ত আয়োজনে বৃক্ষরোপন করেন।
উল্লেখ্য, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকীতে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় ও এতিমখানায় খাদ্য বিতরণ করা হয় এবং ১৪ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।