পটুয়াখালীতে ৪০০ পিচ ইয়াবাসহ রোহিঙ্গা আটক
![]()
নিউজ ডেস্ক
পটুয়াখালীর গলাচিপায় ৪০০ পিচ ইয়াবাসহ রফিক উদ্দিন (৩৬) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে থানা পুলিশ।
গত ১৯ আগস্ট শনিবার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তালেবনগর আবসন থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে পুলিশ গলাচিপা থানায় মামলা করেছে।
জানা যায়, রফিক উদ্দিন কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের রুম নম্বর ৬৪, ৫০৪(আন্তর্জাতিক), বল্ক নম্বর বি/১-এর বাসিন্দা। তিনি অবৈধভাবে ক্যাম্প থেকে বের হয়ে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিতি হলে আসামি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।
পরে শরীর তল্লাশী করে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ৪০০ পিচ ইয়াবা উদ্ধার করে। যার বাজারমূল্য আনুমানিক এক লাখ ২০ হাজার টাকা।
এছাড়া সে কক্সবাজার উখিয়া থানার এজাহারভুক্ত একজন আসামি, আটক হওয়া রোহিঙ্গার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।