কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আব্বাসের বিরুদ্ধে অস্ত্র মামলা - Southeast Asia Journal

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আব্বাসের বিরুদ্ধে অস্ত্র মামলা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে গ্রেফতারকৃত রোহিঙ্গা আব্বাসের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

গত ২১ আগস্ট সোমবার বিষয়টি নিশ্চিত করেন ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।

বৃহস্পতিবার রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২ এর ওয়েস্ট ডি-৪ ব্লক থেকে আব্বাসকে গ্রেফতার করা হয়। শুক্রবার তার বিরুদ্ধে আরেকটি অস্ত্র মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত আব্বাস উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২ এর বাসিন্দা নুর আলমের ছেলে।

১৪-এপিবিএন এর অধিনায়ক মো. ইকবাল জানান, বৃহস্পতিবার রাতে উখিয়ার ক্যাম্প-২ এর ওয়েস্ট ডি-৪ ব্লক থেকে রোহিঙ্গা সলিম হত্যা মামলার এজাহারভুক্ত ৬নং আসামি আব্বাসকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আরেকটি অস্ত্র মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

You may have missed