অবরোধের নামে উস্কানি বন্ধ করার আহ্বান পিসিএনপির

নিউজ ডেস্ক
রাঙামাটির লংগদু উপজেলায় নিজ স্কুলের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিমের অন্তবর্তীকালীন জামিন বাতিল, যাবজ্জীবন সাজা বহাল ও তাকে প্রধান শিক্ষক পদে যোগদানে সহায়তাকারীদের বিচারের আওতায় আনার দাবিতে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ কর্তৃক আহুত রাঙামাটি জেলায় অর্ধদিবস (সকাল ৬টা থেকে বেলা ১২টা) সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির ঘোষণাকে সাম্প্রদায়িক গোষ্ঠীর উস্কানি দাবী করে তা বন্ধের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
সন্ধ্যায় (২৯ আগষ্ট) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনটির রাঙামাটি জেলা শাখা এ দাবি জানায়।
বিবৃতিতে পিসিএনপি নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, বিচারাধীন ধর্ষণ মামলায় আব্দুর রহিম দোষী হলে আইন অনুযায়ী তার সাজা হবে, চাকরি চলে যাবে— এটা স্বাভাবিক। কিন্তু, আইনের কাজকে নিরপেক্ষতার সাথে করতে বাঁধা প্রদানের জন্য সাম্প্রদায়িক পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে কতিপয় উপজাতি সন্ত্রাসী গোষ্ঠী। যে মামলাটি নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে উপজাতি একটি গোষ্ঠী, উক্ত মামলাটি নিয়ে নানা প্রশ্ন রয়েছে, মামলাটি সাজানো ও চক্রান্ত মূলক।
বিবৃিতিতে জানানো হয়, আইনের কাজকে বাঁধা প্রদান করতে জেএসএস ও ইউপিডিএফ ছাত্র ও মহিলা সংগঠনকে দিয়ে বিক্ষোভ, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যে পালন করিয়েছে, আগামীকাল বুধবার জেএসএস মূল ও ইউপিডিএফ প্রসীত গ্রুপের মদদে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ রাঙামাটি জেলা শাখা অবরোধের ডাক দিয়েছে। সংগঠনটি দাবি করে রাঙামাটিতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য সড়ক ও নৌ পথে এই অবরোধের আহ্বান করেছে তারা।
পিসিএনপি নেতৃবৃন্দরা বলেন, ‘আমরা এই অবৈধ উস্কানিমূলক অবরোধ ডাকায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে উস্কানিমূলক বাঙালি বিদ্ধেষী কর্মসূচি পালন থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’
অবরোধের নামে উস্কানিমূলক কর্মসূচি পরিচালিত করলে পিসিএনপি পার্বত্য চট্টগ্রামের আপামর শান্তিপ্রিয় জনতাকে নিয়ে উপজাতি সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রতিহত করবে বলেও ঘোষনা দেওয়া হয় বিবৃতিতে।