রামগড় বিজিবির অভিযানে ভারতীয় চিনি জব্দ - Southeast Asia Journal

রামগড় বিজিবির অভিযানে ভারতীয় চিনি জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় উপজেলার সীমান্তে (৪৩ বিজিবি) বিজিবির অভিযানে ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে রামগড় ৪৩ ব্যাটালিয়নের আওতাধীন ভারত সীমান্তবর্তী এলাকা থেকে এসব ভারতীয় চিনি জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সূত্রে খবর পেয়ে ঘটিকায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ মহামুনি বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ ফরিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত ফেনী নদীর কুল, কলাবাগান নামক স্থান হতে মালিকবিহীন ১১৫ কেজি ভারতীয় চিনি জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত ভারতীয় চিনি সংশ্লিষ্ট কাস্টমসে জমা দেয়ার প্রক্রিয়াধীন রয়েছে।