তুমব্রু সীমান্তের বিপরীতে কাঁটাতারের বেড়া সংস্কার করছে মিয়ানমার - Southeast Asia Journal

তুমব্রু সীমান্তের বিপরীতে কাঁটাতারের বেড়া সংস্কার করছে মিয়ানমার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সীমান্তের বিপরীতে মিয়ানমার বিজিপি তাদের অংশে নির্মিত কাঁটাতারের বেড়া পুনর্সংস্কারের কাজ পুরোদমে শুরু করেছে।

গতকাল ৩১ আগষ্ট বৃহস্পতিবার সকালে সীমান্ত এলাকায় বসবাসকারী অনেকেই মিয়ানমারে কাঁটাতারের বেড়া সংস্কারের এমন দৃশ্য দেখেছে বলে স্থানীয় সংবাদ কর্মীদের জানিয়েছে ।

সূত্র জানায়, মিয়ানমার তাদের নির্মিত কাঁটাতারের বেড়াগুলো ২ বিজিপি কর্তৃক সিভিল লোকজনের মাধ্যমে পূর্বের চেয়ে অধিক মজবুত করে তিন স্তর বিশিষ্ট কাঁটাতার সংযোগ করে পুনর্সংস্কারের কাজ করছে
। বর্তমানে মিয়ানমার বিজিপির মাইক পোস্ট থেকে বিজিপি চাকমাপাড়া পোস্টের দিকে কাজ চলমান রয়েছে। সূত্র দাবি করছে, তারা ৩১ পিলার থেকে ৩৬ নম্বর সীমান্ত পিলার পর্যন্ত প্রথম দফায় এ কাজ করবে।

সূত্র আরও জানায়, কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবিরর অধীন তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে মিয়ানমার ২ বিজিপির তুমব্রু রাইট ক্যাম্পের অধীন মাইক পোস্টের উত্তর-পশ্চিম দিকে এবং মেইন পিলার ৩৪/৩৫ মধ্যবর্তী জিরো লাইন এলাকায় এ কাজ করতে দেখেছে তারা।

তারই অংশ হিসেবে মিয়ানমার সরকারের লোকজন বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত উক্ত কার্যক্রম চালিয়েছে বলে জানান এ প্রতিবেদককে । বাকি কাজ গুলোও ক্রমান্বয়ে করবে বলে ধারণা করছেন তারা।

সীমান্তের এ পয়েন্টে দায়িত্বরত ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম বলেন, মূলত এ সংস্কার কাজ শুরু হয় বেশ ক’দিন আগে থেকেই। কেননা বিগত ক’মাস আগে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক বৈঠকে তিনি মিয়ানমার প্রতিনিধিকে তাদের অংশের কাঁটাতার নিয়ে প্রস্তাব দিয়েছিলেন যে, চোরাচালানরোধ, সন্ত্রাসী ও রোহিঙ্গাদের পারাপারসহ সীমান্ত সুরক্ষার জন্যে এ কাঁটাতার খুবই গুরুত্বপূর্ণ। এ প্রেক্ষিতে তারা ( মিয়ানমার কর্তৃপক্ষ) হয়তো গত কয়েক সপ্তাহ থেকে এ সংস্কার কাজ আরম্ভ করে এখনও চলমান রেখেছে।