আসাম রাইফেলসের অভিযানে দুই রাজ্যে বিপুল অবৈধ সিগারেট ও ইয়াবা উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতের আসাম ও মণিপুর রাজ্যে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট ও ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে আসাম রাইফেলস। এসময় চারজনকে আটক করা হয়।
প্রথম অভিযানটি চালানো হয় আসামের কাছাড় জেলার সিলচর শহরের তারাপুর এলাকায়। আসাম রাইফেলস ও কাছাড় পুলিশের যৌথ অভিযানে ৩ হাজার ৬০ প্যাকেট অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১.৮৩ কোটি রুপি। এ ঘটনায় কাছাড় জেলার ইসলামাবাদের হানান্নান হুসেইন বর্ণুইয়া এবং বাঘা এলাকার ইসলামউদ্দিন লস্করকে আটক করা হয়। সিগারেট পরিবহনে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জব্দকৃত পণ্য ও আটক ব্যক্তিদের সোমবার কাছাড় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আসাম রাইফেলসের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ অভিযান সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বাহিনীর দৃঢ় অবস্থানকে আরও একবার তুলে ধরেছে।
এদিকে দ্বিতীয় অভিযানে মণিপুরের জিরিবাম জেলায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। নির্দিষ্ট গোয়েন্দা তথ্য পেয়ে ৬ ডিসেম্বর আসাম রাইফেলস, পুলিশ ও সিআরপিএফ-এর সমন্বয়ে পরিচালিত অভিযানে একটি যানবাহন আটক করে ৫০ হাজার WY/R চিহ্নিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২.৫ কোটি রুপি। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
জব্দকৃত মাদক ও আটক ব্যক্তিদের পরবর্তীতে জিরিবাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় আসাম রাইফেলস। তারা আরও জানিয়েছে, মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে এবং সীমান্ত এলাকায় নেশা-সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।