টানা বর্ষনে পাহাড় ধ্বসের আশঙ্কা আবহাওয়া অধিদপ্তরের
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্কঃ
টানা বৃষ্টিতে পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধ্বসের আশঙ্কা প্রকাশ করে সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের ভারী বর্ষনের সতর্কবাণীতে বলা হয়েছে, বাংলাদেশে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে ৬ জুলাই সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে ভারী (>৮৯মি. মি.) বর্ষণ হতে পারে।
অবি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকায় কোথাও কোথাও ভূমি ধ্বসের সম্ভাবনা রয়েছে।
এদিকে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় থেকেও পাহাড় ধ্বসের ঝুকি এড়াতে সতর্কতা জারি করা হয়েছে।
