পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নৌবাহিনীর তিন সদস্য নিহত - Southeast Asia Journal

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নৌবাহিনীর তিন সদস্য নিহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নৌবাহিনীর দুই কর্মকর্তা এবং একজন সেনা সদস্য নিহত হয়েছেন।

পাকিস্তানভিত্তিক ইংরেজি দৈনিক দ্য ডন জানিয়েছে, সোমবার বেলুচিস্তান প্রদেশের দক্ষিণ-পশ্চিমের উপকূলীয় অঞ্চল গোয়াদরে এ ঘটনা ঘটেছে।

এক বিবৃতিতে নৌবাহিনীর মুখপাত্র জানান, একটি প্রশিক্ষণ ফ্লাইটের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

মুখপাত্র জানান, সম্ভাব্য প্রযুক্তিগত ত্রুটির কারণে উড্ডয়নের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এতে পাকিস্তান নৌবাহিনীর দুই কর্মকর্তা এবং একজন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে এরইমধ্যে তদন্তে নেমেছে নৌবাহিনী।

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার এ প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন।

শোক প্রকাশের পাশাপাশি প্রেসিডেন্ট আরিফ আলভি দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন।